সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিনের কর্মহীনতায় সাধারণ মানুষের পাশাপাশি আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পত্রিকা হকারদেরও। চলমান সমস্যার কথা মাথায় রেখে ঠাকুরগাঁওয়ে এসব হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগীতায় গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু ও সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলঅম বিপ্লব, ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের ৪০ জন পত্রিকা হকারদের মাঝে জরুরী খাদ্য চাল ,ডাল, তেল সহ নানা ধরনের সবজি দেওয়া হয়।
You cannot copy content of this page