নতুন এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত ভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। পূর্বে, বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগও একটি তালিকা প্রকাশ করে।
তালিকায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ হয়েছে।
এর মধ্যে মাধ্যমিকের ৪টি হলো, শালগ্রাম হাই স্কুল, গোয়ালবাথান হাই স্কুল, কান্তনগর বিএল হাই স্কুল, ঘোড়াগাছা মাল্টিলেটারাল হাই স্কুল এবং দাখিল মাদ্রাসা ক্যাটাগরিতে, খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসা।
একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং ২০১৯ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কোনো প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Leave a Reply