মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধি : বারহাট্টা উপজেলার মানুষ এমনিতেই করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।ইতিমধ্যে উপজেলাটির দশজন করোনা রোগী সনাক্ত হয়েছে।যা এখন পর্যন্ত নেত্রকোণা জেলার সকল উপজেলার মধ্যে সর্বোচ্চ।এরই মধ্যে গত ২৫ শে এপ্রিল থেকে শুরু হয়েছে রোজা।রোজা উপলক্ষে বারহাট্টা উপজেলার ব্যবসায়ীরা জনগণের বেশি চাহিদাকে কাজে লাগিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিয়েছেন।কোন কোন ব্যবসায়ীরা আবার মেয়াদউত্তীর্ণ জিনিস পত্রের পসরা সাজিয়ে বসেছেন।এমন অবস্থায় জনস্বার্থে প্রায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করছেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাদিয়া উম্মুল বানীন।আজকেও বারহাট্টা উপজেলার বাউসি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি,মেয়াদউত্তীর্ণ জিনিস পত্র ও মূল্য তালিকা না রাখার জন্য ৮৮০০ টাকা জরিমানা করেছেন তিনি।মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কে সব সময় সাহায্য করছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন যে,আজ বাউসী বাজারে মোবাইলকোর্টে ছয়জনকে ৮৮০০ টাকা জরিমানা করেছি।দাম বৃদ্ধি,মূল্যতালিকা না রাখা, অনুমোদনহীন পণ্য রাখার দায়ে তাদেরকে এই জরিমানা করা হয়েছে।তিনি আরও বলেন যে পবিত্র রমজান উপলক্ষ্য আমাদের এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
Leave a Reply