স্টাফ রির্পোর্টারঃসাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা কালেক্টরেটের
সকল অফিসারকে নিয়ে জরুরি মিটিং করেন।
করোনা পরিস্থিতিতে বাজার মনিটরিং, হোম
কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করার জন্য জেলা প্রশাসক অফিসারদের ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে জেলা প্রশাসক অফিসারদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
করেন। এসময় জেলা প্রশাসক বলেন- করোনা প্রতিরোধ, ত্রাণ ব্যবস্থাপনায় বিশেষ সমন্বয় সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা জেলায় চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা
আগামী ২ মে, সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। সামাজিক দূরত্ব
বজায় রেখে এ সভায় জেলার জনপ্রতিনিধিগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উক্ত সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন
সম্মানিত জনপ্রশাসন সচিব।
You cannot copy content of this page