সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে উদ্ভূদ পরিস্থিতে পবিত্র রমজান মাসে খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ।
ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় দিনমজুর হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন ছাত্রলীগের এই নেতা।
এই নেতা রমজানের প্রথম দিন থেকে আজ নবম দিন রান্না করে তৈরি ইফতার পথে পথে হেঁটে প্রায় ১৫০ লোকের মধ্যে বিতরণ করেন। চাহিদা অনুযায়ী প্যাকেট বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
ইফতার বিতরনে উপস্থিত ছিলেন- এম এইচ আলী, মোঃ মামুন হোসেন, তাজমীম আলম তুহীন, জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি জানান, করোনাভাইরাসের কারণে লকডাউন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। ইফতারের দোকানও সন্ধ্যা ৫টার মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হন। তাই আমরা পৌর শহরে মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি।
Leave a Reply