মামুন কৌশিক নেত্রকোণা জেলা প্রতিনিধি :টেবিলে সেহরী রেখেও সেহরী খেতে পারেনি জাককানইবি এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র তৌহিদুল। ময়মনসিংহের তিনকোনা পুকুরপাড় এলাকায় আদিলের বাসায় ভাড়া থাকত তৌহিদুল। রাত দুইটার দিকে তৌহিদুল বাড়িতে ফোন দিয়ে তার বাবার সাথে কথা বলেছে। কথা বলার পর রোজা রাখার নিয়তে সেহেরী খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তৌহিদুলের চিৎকারে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সাড়ে চারটার দিকে তৌহিদ মারা যায়৷ জানা যায় যে নিহত তৌহিদুল কোন রাজনীতির সাথে জড়িত ছিল না, কারও কারও সাথে পারিবারিক বা ব্যক্তিগত দ্বন্দ্বও ছিলনা। কী কারণে তাকে হত্যা করা হয় তৌহিদুলকে, কারা তাকে হত্যা করে সেটা তোহিদুল মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছে৷ পুলিশ ঘটনা স্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে।সবকিছু যেহেতু জবানবন্দিতে বলে গেছে তাহলে খুনীদের সহজেই ধরতে পারবে এমন আশা তার স্বজনদের। খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে আজকে মানববন্ধন করেছে এলাকাবাসী।তারা দ্রুত এই নৃশংস্য হত্যা কান্ডের খুনীদের গ্রেফতার এবং বিচারের দাবী জানান।
Leave a Reply