কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
করোনা প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। বিপাকে পড়ছে নিম্ন আয়ের কর্মহীন লোকজন। গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছে কর্মজীবীরা।
এ ক্লান্তিকালে গাজীপুরের কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের ৩ লাখ ১০ হাজার টাকা উপজেলার ৩১টি কওমি মাদরাসায় প্রদান করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিটি মাদরাসার জন্য ১০ হাজার টাকা করে ৩১ টি মাদরাসা প্রধানের কাছে মোট ৩ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, প্রতিটি মদরাসা প্রধানের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ৩১টি কওমি মাদরাসার জন্য মোট ৩ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
Leave a Reply