আইডিমারুফ সরকার , বিনোদন প্রতিনিধি : ভেরিফাইড হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের ফেসবুক আইডি। তার নামে আইডির পাশে নীল রঙয়ের সংকেত যুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে ভীষণ আনন্দিত ‘অন্তরজ্বালা’খ্যাত এই নায়ক।
এ প্রসঙ্গে জায়েদ খান বললেন, ’খুব ভালো লাগছে। এখন আমার ফ্যানরা খুব সহজেই এই আইডিতে আমাকে খুঁজে পাবেন। কারণ বর্তমানে ফেক আইডির কারণে বিব্রত হতে হয়। আমার নাম-ছবি ব্যবহার করে অনেকগুলো ফেক আইডি আছে। বলা চলে ফেক আইডির যন্ত্রণা থেকে মুক্ত হলাম।’
উল্লেখ্য, ২০০৮ সালে বরেণ্য পরিচালক মহম্মদ হাননান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ ছবি দিয়ে ঢালিউডে পা রাখেন জায়েদ খান। তবে মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন আলোচিত নায়িকা পরীমনি।
Leave a Reply