সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের বিভিন্ন মেস ও ছাত্র-ছাত্রী নিবাসগুলোতে শিক্ষার্থীদের ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ নেতা ওসমান গনি।
মঙ্গলবার (৫ই মে) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবল আলমের হাতে এ স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, সহ সভাপতি আল ইমরান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইমরান সাব্বির, জাহাঙ্গীর আলম, উপ দপ্তর সম্পাদক আবির হোসেন রকি, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, খুশি শর্মা শিশির শর্মা সহ অন্যান্যরা।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি জানান, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের অবস্থায় খারাপ। চলমান লক ডাউন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে গ্রামের শিক্ষার্থীরা ফিরে গেছেন বাড়িতে। তাই বেশিরভাগ ম্যাস, ছাত্র-ছাত্রী নিবাসগুলো ফাঁকা। এমন সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেওয়াটা অমানবিক উল্লেখ করে শিক্ষার্থীদের ম্যাস-ছাত্র-ছাত্রী নিবাসের ভাড়া মওকুফের দাবি জানানো হয় স্মারকলিপির মাধ্যমে।
মেস মালিক আব্দুল্লাহ আল মামুন তার মেসের ছাত্র ছাত্রীদের ছয় মাসের ভাড়া মওকুফ করায় তাকে ধন্যবাদ জানান তিনি। সকল মেস মালিকদের মানবিক মূল্যবোধ থেকে এগিয়ে আসার আহ্ববান করেন।
Leave a Reply