কাইয়ুম মাহমুদ:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা রুগী শনাক্ত হবার পর পুরো উল্লাপাড়া উপজেলা কে লকডাউন ঘোষণা করেন উল্লাপাড়া উপজেলা প্রসাশন, আর উল্লাপাড়া উপজেলার একটি অংশ উত্তর বঙ্গের প্রবেশ দ্বার অর্থাৎ গেটওয়ে যার আরেক নাম হাটিকুমরুল গোল চত্ত্বর,
এখানে কোন লকডাউন মানছেনা কেউ এখানে প্রতিদিন তিন লক্ষাধিক লোকের আনাগনা, আর এই লকডাউনকে উপেক্ষা করে প্রতিদিন ঢাকায় ফিরছে গার্মেন্টস শ্রমিক।
কেউ পায়ে হেটে, কেউ মাইকো বাসে, আরার কেউ ট্রাকে, কাভার ভ্যানে, কেও বাসে চোরে ফিরছে ঢাকায়,
প্রতিনিয়ত হাটিকুমরুল গোল চত্ত্বর এর পূর্ব পাশের আধা কিলো এগোলেই মমতাজ তেল পাম্পের ধোপাকান্দি গ্রামের পাশেই মহাসড়কের উপরে শ্রমিকরা,ও স্থানীয় কিছু লোকজন ট্রাকে ঢাকা গামী যাত্রী উঠিয়ে দিচ্ছে আর হাতিয়ে নিচ্ছে হাজার টাকা প্রতিদিন হাটিকুমরুল হাইওয়ে থানার টহল গাড়ি চলাচল করলেও এগুলো কারো চোখে ই পরেনা। ,
এ বিষয়টি নিয়ে কথা বললে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ইসলামের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘুমের ,মধ্য বলেন তোমার মত তুমি বক্তব্য দিয়ে দাও অসুবিধা নাই।
Leave a Reply