নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশে এর সংক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই মানুষের মাঝে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)।
মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ রোগে মৃত্যুঝুঁকি ইবোলার চাইতে অনেক কম, শতকরা তিন শতাংশেরও কম। তবে এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানাতে হবে।
মোঃ উজ্জ্বল হোসেন (বাদল) আরও বলেন, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত। নিজে এবং আশপাশের সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে। নিজেকে নিরাপদে থাকতে হবে। মরণব্যাধি করোনা ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। তাতে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জনসমাগম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তিনি মাক্স ব্যবহারের প্রতিও গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply