সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
করোনা ভাইরাসের কারণে ঘরে বসে থাকা কর্মহীন দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু,সাবান,সয়াবিন,মাক্সসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী, বুরো বাংলাদেশের সিনিয়র অডিটর শাহীন খান, ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার হাসান মাহফুজসহ বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply