সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের।
বুধবার সকালে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজ মাঝে ৩শ অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের ব্যক্তিগত উদ্যোগে ৫ কেজি চাল, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় রাণীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, নেকমরদ বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দীন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বলেন, করোনাভাইরাসের কারণে অনেক কষ্টে দিনযাপন করছে অসহায় ও নিম্ন আয়ের মানুষরা। তাদের কথা চিন্তা করে আজ নিজ উদ্যোগে ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমার মত করে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।
Leave a Reply