মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও মশারি জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ ইজগেট এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আসাদ বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টায় পর্যন্ত মেঘনার বাতির খাল, কাটাখালি, গুরিন্দা ও ইজগেট সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, টানা জাল ১২টা ও গলদা-বাগদা শিকারের ২টি বেহুন্দি জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ ইজগেট এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়
Leave a Reply