সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বাবার উপর অভিমান করে লাভলী খাতুন (২০) নামে এক কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে।বুধবার সকালে উপজেলার পাঁচনমনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী লাভলী উপজেলার পাঁচনমনা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে ও সরকারি এমএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে লাভলী অসুস্থ্য থাকায় সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো।এ সময় তার পিতা আতিয়ার রহমান বকাঝকা করেন।একপর্যায়ে সে বাবার উপর অভিমান করে ঘরে চলে যায়।কিছু সময় পর বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পরিত্যক্ত টিন শেডের ঘরে ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখে।এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে লাভলী আত্নহত্যা করেছে।এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply