সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ে অসহায়, গরীব ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে শহরের স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এক হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্তি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, যমুনা ব্যাংকের রাজশাহী আঞ্চলিক প্রধান ও শাখা প্রধান মঞ্জুরুল আহসান শাহ, জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফার রহমান মিঠু প্রমূখ।
You cannot copy content of this page