সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আগামী ১০ মে থেকে জেলার বিভিন্ন দোকান-পাট চালু রাখার বিষয়ে ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ি সংগঠনের নেতাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply