তোমার স্পর্শে !
কাজী এনায়েত উল্লাহ
তোমার স্পর্শে আজ,
অনুভবে এসেছে নির্মিত ভালোবাসার শব্দ।
স্পর্শের নিপুণতায় শিউরে উঠেছে দেহ মন।
তোমার একটিমাত্র স্পর্শেই,
দূরীভূত হলো যেন হৃদয়ের শত হাহাকার।
কী আছে?
এই অসাধারণ একটি স্পর্শে ? জানা নেই।
আমার জানা নেই,
সে এক অসাধারন আবেগের মাত্রায়।
এই ভালোলাগা আর ভালোবাসার এক অনবদ্য জীবন পরিক্রমায়? বলছি আরো, আরো অনেক ভালোবাসো আর ভালো থাকো।
(প্যারিস ৮ই মে ২০২০)
Leave a Reply