মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় করোনা আক্রান্ত পিতা-পুত্র টানা দুই সপ্তাহ্ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে আজ তারা বাড়ি ফিরেছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী এই পিতা-পুত্রকে ফুল দিয়ে বিদায় জানানো হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের বিদায় জানিয়েছেন, সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
গত ২৪ এপ্রিল উপজেলার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের মুদি দোকানী পিতা রেফাজ উদ্দিন ও পল্লীচিকিৎসক পুত্র মনির হোসেনের শরীরে করোনা ধরা পড়ে। পরে ওইদিনই কোন প্রকার কালক্ষেপণ না করে সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের বিশেষ ব্যবস্থায় তাদেরকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বলেন, ‘করোনা জয়ী বাবা এবং ছেলে গত ৭ মে সুস্থ হয়ে আমাদের হাসপাতালে আসার পরে আজ তাদের বাড়ির অন্য সবার নমুনা পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে ছাড়পত্র দেয়া হলো।’ ছাড়া পেয়ে এই পিতা-পুত্র সাংসদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান।
Leave a Reply