সিরাজগঞ্জ বেলকুচি রাজাপুর ইউনিয়নে ১২০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করেছে বর্নালী বেলকুচি পরিবার।
মানবসেবায় অদম্য ‘বর্ণালী বেলকুচি আত্নমানবতার সেবায় বর্ণালী বেলকুচি এই প্রাতিপাদ্যকে ধারন করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ‘বর্ণালী বেলকুচি’ মানবতার পাশে
মানবতার কারিগর, ‘বর্ণালী বেলকুচি’ পরিবার।
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণালী বেলকুচি ( মাটির ঘ্রাণে, শেকড়ের টানে ) ব্যানারে উপজেলার রাজাপুর ইউনিয়নের আলিমউদ্দীন ওসমান গুণী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ, অসহায়, নিম্ন আয়ের ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতউল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ ,আলিমউদ্দীন ওসমান গুণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম প্রমুখ। এসময় বর্ণালী বেলকুচির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও সংগঠনের সকল কার্যনির্বাহী সদস্যদের সহযোগিতায় ত্রান কার্যক্রম পরিচালনা করা হয় । তাঁরা বলেন অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে । সেইসাথে সমাজের বিত্তবানদের করোনা মহামারিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বর্ণালী বেলকুচির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান।
Leave a Reply