কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে বর্তমান করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ঘরে থাকা দুঃস্থ ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বিতরণ সামগ্রির মধ্যে ছিল, ১০ কেজি চাল এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিমের নির্দেশনায় সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।
শনিবার দুপুরে পরিষদ চত্বরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, “কাজিপুরে করোনা ভাইরাস ঢুঁকে পড়েছে। তাই সকলেই নিরাপদে বাড়িতেই থাকবেন। কেউ না খেয়ে থাকবে না। আপনাদের ঘরে খাবার পৌঁছে দেবে সরকার।”
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, “জনসমাগম দূর করতে আমার ইউনিয়নে গ্রাম পুলিশদের দ্বারা খাদ্য সামগ্রি দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। দুঃস্থদের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে।”
বিতরণ কালে ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply