গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে কাভার ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে)সাড়ে বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা সংলগ্ন অবদার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত রিনা বেগম (৩৮) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী অপরজন হলেন একই উপজেলার জয়শ্রী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (৪৫)।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান,পথচারীরা রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দিলে তারা কাভার ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিনা বেগম (৩৮) মারা যায়, পরে মেহেদি হাসান (৪৫) নামে অপর জনকে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply