মধুপুর উপজেলা প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মধুপুর শালবনের সমৃদ্ধির জন্য দোখলা রেঞ্জের ৮০ হেক্টর বনভূমিতে দেশী ৫৩ প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে। সুফল প্রজেক্টের আওতায় শালবনের পশু পাখির নিরাপদ খাদ্য, লাল মাটির শালবনের ঐতিহ্য ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষন, দেশী প্রজাতি গাছের সমাহার ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য টেকসই এই মিশ্র বাগান করা হচ্ছে। গত সোমবার (১৮ মে) এ গাছের চারা রোপনের কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডঃ জহুরুল হক।
দোখলা রেঞ্জ সূত্রে জানা গেছে, সুফল প্রজেক্টের আওতায় দোখলা রেঞ্জের ৮০ হেক্টর বনভূমিতে প্রতি হেক্টরে ১৫‘শত করে মোট ১লক্ষ ২০ হাজার দেশী ৫৩ প্রজাতির গাছের চারা লাগানো হবে।
You cannot copy content of this page