কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে করোনা সন্দেহে মৃত আবু সাঈদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল মঙ্গলবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গত ১০ মে আবু সাঈদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছিল। ইতঃমধ্যে তাঁর স্ত্রী লিলি খাতুন ও মেয়ে শান্তা মনির রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তবে আবু সাঈদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
উল্লেখ্য, রাজউকে কর্মরত কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের আবু সাঈদ করোনার লক্ষণ নিয়ে রাজধানীর ঢাকায় ৯ মে (শনিবার) তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ১০ মে (রবিবার) গ্রামের বাড়ি গান্ধাইলে দাফনের জন্য আনা হলে খবর পেয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ সেখানে গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করেন।
Leave a Reply