1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে অভবর্ধনা জানাতে ইতালি আওয়ামী লীগের প্রতিনিধি দল এখন লন্ডনে সিঙ্গাপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কটিয়াদী এর আনিসুজ্জামান খাঁন। ইতালী আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল লন্ডন যাচ্ছেন শেখ হাসিনার বদনাম হোক এমন কাজ করা যাবেনা-সুজন ঠাকুরগাঁওয়ে কে.বি.এম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাবলু সরকার কঠোর সমালোচনা সত্বেও হাসান ইকবাল ইতালি আওয়ামীলীগের সবচেয়ে জনপ্রিয় কর্মীবান্ধব নেতা চাকরি দেয়ার নামে বিএনপি নেতা ওসি সালাউদ্দিনের প্রতারণা  স্মার্ট বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনার বিকল্প নেই-সুজন ঈদ-ই-মিলাদুন্নবী ও জননেত্রী শেখ হাসিনা’র জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ভালবাসি দেশ, ভালবাসি জনতা তাই সকলে মিলে করি একতা

সাহিত্য বিভাগ
  • সময় : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৯১ জন পড়েছেন
শুরুর আগমূহুর্তেই মানবতার সেবায় আর্ত-নিয়োগ করার প্রবল সংকল্প করেন। পরবর্তীতে জীবন-জীবিকার দূর্ভিপাকের প্রভাবে কালের বিবর্তনে কয়েকজন প্রিয়াত্মার সহযোগীতা পূঁজি করে মনোযোগী হন ব্যবসায়। সেই থেকে মহান রাব্বুল ইজ্জত আল্লাহ্ সুবহানু তাআলার অশেষ রহমতে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এতো আহামরি ধনাঢ্য না হলেও পরিবার পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে জীবন চলছিল বেশ। এরই মাঝে পুরোনো সেই সংকল্প আবার মাথায় চেপে বসল। যেই কথা সেই কাজ! নিজের যে টুকুন আছে তা দিয়ে শুরু করে দিলেন ভূলন্ঠিত মানবতার সেবায় আত্ম-নিয়োগ।
২০১৪সালের শুরুর দিকটায় মাত্র কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক কর্মীবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেও নানা মত, নানা কাঠখড় পুড়িয়ে এবং নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই তারুণ্যর জয়ো ডাক যুব উন্নয়ন ফাউন্ডেশন  মানবতাবাদী সংগঠনটি।  মানবতার বিজয় সু-নিশ্চিত করার আড়ালে যার একাগ্রতা ও ঐকান্তিক প্রচেষ্টা আজও বলবৎ রয়েছে তিনি আমাদের রায়হান জামিল ভূইয়া ভাই। আমার চোখে একজন আলোকিত মানুষ। উনার প্রসঙ্গেই আলোকপাত করছিলাম।
মানবতার এই ফেরিওয়ালার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়েই আমার দুচার কলম লেখার চেষ্টান্তর। যিনি আজ অবদি যে কোন দূর্যোগ, দূর্ভিক্ষ কিংবা দিবস্পতি পার্বণে নির্ধিদায় বা বিনা সংকোচে সমাজের অসহায়, দূস্থ ও মেহনতি মানুষের মৌলিক চাহিদা পূরনে পাশে দাঁড়ান একাগ্রচিত্তে। নিজের যে টুকুন আছে তা দিয়েই ভাগ করে নেন পারস্পারিক ভালবাসা, স্নেহ এবং বন্ধন। বিনিময়ে একগাল মায়াভরা তৃপ্তির হাসি এবং মাথায় পরম আবেগজাত দোয়ার দুটি হাতই চান সবসময়। তাঁর মতে, এ যেন এক অন্যরকম ভাল লাগার মাঝে ইতিবাচক নেশাকর কর্মযজ্ঞ।
তাই তো তিনি নিজের  ভবিষ্যতের কথা না ভেবে বাড়ি করার মূলধন থেকে মানব কল্যাণে ব্যায় করেন এই বলে যে, মানুষের দোয়ার বরকতে আল্লাহ্ আমায় চাইলেই আরো দশগুন বাড়িয়ে দিবে। তারপরও ভাল থাকুক মানবতা। তিনি আরো বলেন- টাকাকড়ি, অর্থ-সম্পদ কিছুই চিরসহচর নয় বরং দোয়াই ইহকাল ও পরকালের শান্তির মূলমন্ত্র।
প্রতিনিয়তই আর্ত-মানবতার সেবায় নিজেদের সচেষ্ট রাখছেন অত্র একগুচ্ছ মানবতাবাদী  একক অংশগ্রহন বেশঃ লক্ষনীয়ও বটে। তাঁর মতে টাকা-পয়সা নয় বরং মনের দিক থেকে ধনীই প্রকৃত ধনী। অহংকার, আমিত্ত এবং হিংসা প্রকৃত মনুষ্যত্ব ধ্বংসের মূল কারণ।
জয় হোক মানবতার। জয় হোক আলোকিত মানুষের।
সকল মানবতাবাদী যোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সামান্য প্রয়াসচিহ্নিত রাখার জন্য আমার এই লেখনি। মহান আল্লাহ্ সকলকে কবুল করুক।
লিখক: 
মোঃ মোমেন মিয়া
মালয়েশিয়া  আওয়ামী যুবলীগ পেনাং নেতা।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: