ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিটি ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস দূর্যোগে দীর্ঘ লকডাউনে থাকা কর্মহীন নিম্নআয়ের স্থানীয় ২০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
শনিবার ওই এলাকার কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিটি ক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওয়াহেদ মানিক, সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান লিটন, সদস্য আবু দাউদ এবং উপদেষ্টা মোস্তাক হোসেন, তৈয়বুর রহমান সহ ক্লাবের সদস্যবৃন্দ।
স্থানীয় ইউনিটি ক্লাব ক্রীড়া ক্ষেত্রে ছাড়াও মানবিক ও সামাজিক কাজে সবসময় উদ্যোগ গ্রহণ থাকে। বিশেষ করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্য এবং সামাজিক সচেতনতা সৃষ্টি সহ যেকোনো দূর্যোগে ইউনিটি ক্লাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে।
ক্লাবের সভাপতি মামুন উর রশিদ জানান, ইউনিটি ক্লাব প্রতি বছর রমাযান মাসে সহস্রাধীক এলাকাবাসীর ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে থাকে কিন্তু করোনা দূর্যোগে তা সম্ভব হচ্ছেনা, তাছাড়া সামনে ঈদ, স্থানীয় শ্রমজীবী মানুষগুলো লকডাউনে কর্মহীন হয়ে অতিকষ্টে জীবন যাপন করছে। এমুহূর্তে একে অপরের পাশে দাড়ানো একান্ত প্রয়োজন সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। তিনি আরো বলেন, এভাবে সকল সংগঠন ও ব্যাক্তি একটু এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ভীষণ উপকৃত হবেন।
Leave a Reply