নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী-বিন মোর্ত্তজার সহধর্মিনী সুমনা হক সুমি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নিজ জন্মস্থান দেবী গ্রামের অসচ্ছল ও কর্মহীন দেড়’শতাদিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন মাশরাফী’র সহধর্মিনী সুমনা হক সুমির পক্ষে তাঁর মা হোসনে আরা, বড় বোন সঞ্চিতা হক রিক্তা, চাচা একে এম ফয়জুল হক রোম এবং চাচাতো ভাই হাউস বিল্ডিং ফাইনাস কর্পোরেশনের অফিসার্স কল্যান সমিতির সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান মাসুদ।
সুমনা হক সুমির উদ্যোগে চাল, আলু, পেয়াজ, তেল, ডাল, সাবানসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়। সুমনা হক সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তা বলেন, অসচ্ছল কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। এর আগেও সহযোগিতা করা হয়েছে।
ভাই মোঃ মাহফুজুর রহমান মাসুদ বলেন, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়। অন্যদিকে, ঈদসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসচ্ছল কর্মহীন মানুষেরা। #
Like this:
Like Loading...
Leave a Reply