সহিদ উন নবী পরিচালিত ধারাবাহিক নাটক 'আমাদের সংসার' প্রচারের অপেক্ষায় রয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে খুব শীঘ্রই রবি টিভিতে নাটকটি প্রচার হবে। পারিবারিক গল্পে নির্মিত এই নাটকটিতে সংসারের চিত্র উঠে আসবে।
গল্প প্রসঙ্গে পরিচালক সহিদ উন নবী বলেন, নাটকের গল্পটা হচ্ছে একটা সংসারে মানুষ গুলোর জীবন নিয়ে। কীভাবে এক এক জনের সংসারে এক এক ভাবে চলে, কীভাবে ঢাকা শহরে এসে একটা মেয়ে টিউশনি করে চলে আবার কেউ বাধ্য হয়ে বাকা পথে চলে । এই গল্পে পরিবারের প্রতিটি সদস্য র মানিয়ে নেয়ার গল্প ও জীবনের লাড়াই তুলে ধরা হবে।
মারুফ রেহমানের গল্পে এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, রোমানা স্বর্না, সেমন্তী ডি কস্তা, মৌরি সেলিম, লিপ্সি শৈলি, সাগর আহমেদ, নিরজন মোমিন , তমাল চৌধুরী, রেসমি সহ আরো অনেকে।
You cannot copy content of this page