গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের ফোন পেয়ে সবজি ক্ষেত থেকে মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স ক্রয় করে কর্মহীন অসহায় ২০০ জন শ্রমিকের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা।
বুধবার (২৭ মে) সকালে উপজেলার আমরাইদ গ্রামের মফিজ ও কফির নামের দুই কৃষকের কাছ থেকে মোট ৯ মণ সবজি ক্রয় করেন।
বিকালে কাপাসিয়া বাস স্ট্যান্ড এালাকায় অসহায় ও কর্মহীন হয়ে পড়া ২শ বাস ও ট্রাক শ্রমিকদের মাঝে ক্রয় করা মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়সসহ ৫ কেজি চাল বিতরণ করেন।
কোভিড-১৯ সংক্রমণের কারণে সবজিতে কৃষকের লোকসান দেখে এবং বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় কোন উপায় না দেখে কৃষক ইউএনওকে জানান। তখন তিনি তাৎক্ষণিক সবজি ক্রয় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা বলেন, ন্যায্য দাম দিয়ে কৃষকের ক্ষেত থেকে ২০ টাকা দরে ৯ মন সবজি ক্রয় করা করেছি। এ সবজি কর্মহীন অসহায় বাস শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে।
You cannot copy content of this page