আব্দুর রউফ রুবেল, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে দ্রুতগামী মোটর সাইকেল চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে ।
বৃহস্পতিবার(২৮ মে) সকালে গাজীপুর সদরের মির্জাপুর – মনিপুর সড়কের পুর্ব ডগরী স্কুলের নিকট এ দুর্ঘটনা ঘটে ।
নিহত গার্মেন্টস কর্মীর নাম বাদশা মিয়া ( ৪৬) । তার বাড়ি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের পিপড়াসিট গ্রামে ।
প্রত্যক্ষদর্শী আবুল কাসেম জানান, মির্জাপুরগামী একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়।এসময় মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন তিনি । প্রচুর রক্তক্ষরণ হলে তাকে গাজীপুর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ( বাদশা মিয়াকে) মৃত ঘোষণা করেন ।
ঘটনার পরপরই জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম ঘটনাস্থলে যান ।
নিহতের আত্নীয় রাজু মিয়া জানান, নিহত বাদশা স্থানীয় মনিপুর এলাকার একটি গার্মেন্টস এর কর্মী ।
Leave a Reply