আব্দুর রশিদ শাহ্, নীলফামরীঃ
মহামারী কারোনার প্রাদূর্ভাব ঠেকাতে নীলফামারীতে শ্রমহীন, অসহায় ও দুস্থ ৩৪৭টি পরিবারের মাঝে ১০ লক্ষ ৪১হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন স্বেচ্ছা সেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন এপি ডোমেনিক রিবেরুর নেতৃত্বে প্রত্যেকটি পরিবারের মাঝে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৩ হাজার করে মোট ১০ লক্ষ ৪১হাজার টাকা প্রদান করে। এসময় টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রারামাণিক,নিউজ ২৪ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ,¡ নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সভাপতি ফজলার রহমান, সাধারন সম্পাদক নুর ইসলাম, উপস্থিত ছিলেন।
উপকার ভোগী শাহানাজ পারভীন বলেন, আমাদের এই অসহায় মুহুর্তে ওয়ার্ল্ড ভিশন পাশে দাড়িয়েছে।এতে আমাদের কিছুটা হল্ওে উপকার হলো। তবে ওয়ার্ল্ড ভিশনের মতো অন্যান্য স্বেচ্ছা সেবী সংগঠন গুলো যদি অসহায়দের পাশে দাড়াতো তাহলে আমাদের মতো অসহয়দের অনেক ভালো হতো।
You cannot copy content of this page