এম,আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বেগনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় ১৪;জন শিক্ষার্থীর মধ্য ফেল করেছে ৫ জন।
এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সচেতন মহল বলেন,একটা সরকারী স্কুলের এই রেজাল্ট এমন হলে সেখানে সন্তান ভর্তি করিয়ে ভবিষ্যত নষ্ট করতে রাজী নয়।
শিক্ষকদের দুর্বলতা ও দায়িত্বহীনতার কারনে প্রতিষ্টানের রেজাল্ট হোচট খাচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।
সদ্য সরকারী বেগনাই উচ্চ বিদ্যালয়কে প্রথম থেকেই নাখোশ ছিল রায়গঞ্জবাসী। এমপিও না পাওয়া স্কুলটি সরকারী হলেও এখন পর্যন্ত প্রতিষ্টানের শিক্ষা কার্যক্রম চলছে ঠিলেঠালাভাবে।
প্রতিষ্টানটি ২০০৮ সালে নবম- দশম শ্রেনির একাডেমিক স্বীকৃতির পর থেকেই ভাল রেজাল্ট না করার রেকর্ড করে আসছে একটানা।
এবারের এসএসসি পরীক্ষাতেও ১৪ জন শিক্ষার্থীর মধ্য ৫ জন ফেল করলেও বাকী পাসকৃত শিক্ষার্থীদের মান ভাল নয়।
এ ব্যাপারে ঐ স্কুলে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে বিকাল সোয়া ৪ টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রেজাল্ট এখনও হাতে পাইনি তবে এবারের ব্যাজটা ভাল না থাকায় এমন হতে পারে।
Leave a Reply