সবুজ সরকারঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার চালা বাজারের চাউল ব্যবসায়ী আব্দুল মতিন (৩৩) গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সে বেলকুচি পৌর চালা উত্তরপাড়া এলাকার নাজির হোসেন সরকারের ছেলে।
গত রবিবার (৩১ মে) সকালে বেলকুচি পৌর চালা উত্তরপাড়া নিজ বাসা থেকে দোকানের জন্য ভূষি কেনার জন্য টাকা পয়সা নিয়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে ওই ব্যবসায়ী নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন।
নিখোঁজের ঘটনায় সোমবার ওই চাউল ব্যবসায়ীর ভাই আলআমিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চাউল ব্যবসায়ীর ভাই আলআমিন জানান, গত রবিবার (৩১মে) সকালে বাসা থেকে দোকানের জন্য ভূষি কেনার জন্য টাকা পয়সা নিয়ে সিরাজগঞ্জে উদ্দেশ্যে বাহির হয়ে যায় অদ্যাবধি আর ফিরে আসে নাই। ওইদিন দুপুরে ফোন দিলে তার ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায় নং( ০১৭২৪৮৩৬০৬০)। এর পর থেকে আমিসহ বাড়ির লোকজন সম্ভব জায়গায় অনেক খোঁজা খুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আব্দুল মতিনের বর্ণনা উচ্চতা ৫ ফুট, ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলআকার, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য ভালো, মাথায় চুল কালো ছোট, গায়ে খেয়েরি কালারের গেন্জি, পরনে লুঙ্গি ছিলো।
যদি কেউ সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন (০১৬৪৭৬০৬৬১১)
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি
Leave a Reply