সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষকলীগের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঝাড়ডাঙ্গা গ্রামের গরিব কৃষক রুহুল আমিনের ৫০ শতক জমির ধান কেটে দেন তারা।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাতেও আমাদের নেতাকর্মীরা ধান কাটা শুরু করেছেন। শুধু ধান কাটাতেই শেষ হয় আমাদের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়াইও করেও দিয়ে আসবে।
কৃষকলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
কৃষক রুহুল আমিন বলেন, হঠাৎ করেই কৃষক লীগের নেতৃবৃন্দরা বাড়িতে এসে বলে তারা আমার ৫০ শতক জমির ধান কেটে দিবে, এরপর নেতৃবৃন্দরা মিলে আমার জমিতে নেমে ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় এবং মাড়াইয়ের ব্যবস্থাও করে দেয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, সহ সভাপতি অ্যাডঃ অতুল রায়, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক রমজান আলী খাঁন, সহ কৃষকদের জেলা, উপজেলা ও গড়েয়া ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page