সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাস উপসর্গ নিয়ে আজ সোমবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
স্বাস্থ্য মন্ত্রী নাসিম এর জন্য দেশের সকল জনগনের কাছে দোয়া চেয়েছেন সিংঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন (বাদল)।
উল্লেখ্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যম কে এই তথ্য নিশ্চিত করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন জয়।
জয় বলেন, ‘আপাতত এই হাসপাতালেই রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচএ নেওয়া হবে।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান তানভীর শাকিল জয়।
You cannot copy content of this page