নড়াইল শহরের শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক আলম নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানায়, যশোর থেকে প্লেনসিট নিয়ে নড়াইলের লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে শেখ রাসেল সেতুতে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলম নিহত হয়।
নড়াইল সদর থানার পুলিশ ইন্সপেক্টর শিমুল দাস জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
Like this:
Like Loading...
Leave a Reply