এম,আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধিঃঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শামসুল হক (৫০) করোনা টেষ্ট না দিলেও করোনা পজিটিভ এসেছে আজ।
শুক্রবার সিরাজগঞ্জ সিভিল সার্জন সূত্রে জানা গেছে উপজেলার রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শামসুল হক করোনায় আক্রান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম তৌহিদ।
সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই চলে রায়গঞ্জ উপজেলা ব্যাপী জল্পনা-কল্পনা।
পরে খোজ নিয়ে জানা যায়,উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুরে শামসুল হক নামের কেউই করো না আক্রান্ত হয়নি বলে যানা যায়।
জানা যায়, ঐ গ্রামে শামসুল হক নামে যিনি আছেন তিনি একজন ভিক্ষুক এবং দুর্বল মানুষ।
শরীরের নানা অসুখ নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে যান জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতে।
সেখানে যোগাযোগ করে পাওয়া যায় আঁতকে ওঠার মতো তথ্য।
তিনি বলেন, গ্রামবাসী আমাকে বলছে আমার নাকি করোনা হয়েছে কিন্তু আমিতো করোনা টেস্টে দেইনি।
ঘটনাটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে ভিক্ষা দেওয়াও বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম তৌহিদ বলেন, গেল সপ্তাহে ১০১ জনের স্যাম্পল নেওয়া হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জ থেকে যে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টে শামসুল হক নামে যে ব্যক্তি করোনা আক্রান্ত কথা জানানো হয়েছে সপ্তাহ অন্তর করো না স্যাম্পল সংগ্রহের তালিকার ভিতর শামসুল হক নামে কেউ নেই।
সিটি দ্রুতই বিষয়টি সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে জানান এবং
তারা আগামীকাল তথ্যবিভ্রাট সংশোধন করে জানাবে বলে জানিয়েছেন।
এমন দায়িত্বহীনতার জন্য শ্রীরামপুরের ভিক্ষুক সামসুল হকের নসিবে বাকী দিন কেমন কাটবে সেই চিন্তায় মুছড়ে পড়েছেন তিনি।
০১৭১৬৫৬৯৭১৭
শুক্রবর
Leave a Reply