1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
৪৯ বিজিবির অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে হাসান ইকবালের শোক ঠাকুরগাঁওয়ে ইতিহাস হয়ে দাঁড়িয়ে বিস্তৃত ২২০ বছরের সূর্যপুরী আমগাছটি রেলের সরাঞ্জাম নিয়ন্ত্রকের দূর্নীতি’র সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকি, অভিযোগ দাখিল ঠাকুরগাঁওয়ে মসজিদের নির্মাণাধীন ঘর ভাংচুর, ক্ষুব্ধ এলাকাবাসী রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড পেলেন রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা নড়াইলের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন -রমেশ চন্দ্র সেন

বরগুনা হল করোনা ভাইরাস শনাক্তের ডেঞ্জার জোন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৮০ জন পড়েছেন

বরগুনা প্রতিনিধিঃবরগুনায় জেলায় করোনাভাইরাস রোগীর সংখ্যা দিনদিন লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলছে। তেমনি ডাক্তারদের গভীর পর্যবেক্ষণে ও সুপরামর্শ মাধ্যমে সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে বরগুনার সদরে একজন, পাথরঘাটা একজন, ও বামনা উপজেলা একজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে আজ শনিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট ১০৪ জন। আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৪৭ জন, আমতলী উপজেলার ১৭ জন, বামনা উপজেলার ১৫ জন, বেতাগী উপজেলার ১১ জন, পাথরঘাটা উপজেলার ০৯ জন এবং তালতলী উপজেলার ০৫ জন রোগী রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের মধ্যে ৬২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার ১৮ জন, আমতলী উপজেলার ০৬ জন, বামনা উপজেলার ০২ জন, বেতাগী উপজেলার ০৭ জন এবং পাথরঘাটা উপজেলার ০৪ জন রোগী রয়েছেন। এবং দুইজন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আসেননি। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ৫৩৮ জন। তাদের মধ্যে ৫৩২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকী ছয়জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ৯০৫ জন। তাদের মধ্যে এক হাজার ৬৯৪ জন কোয়ারেন্টাইন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকী ২১১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাছাড়া, ১০ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ২৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে শনিবার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০৪ জন।তাদের মধ্যে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন সবাই শারীরিকভাবে ভালো আছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট দুই হাজার ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৯৬২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা