প্রবাসী ডেস্কঃ
আজ ১৩ জুন শনিবার ২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম রাজনৈতিক সহযোগী, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, মোহাম্মদ নাসিম এমপি মহোদয় চিকিৎসাধীন অবস্হায় কিছুক্ষন আগে বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন ) ।তাহার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রায়হান জামিল ভূঁইয়া।
এক শোক বার্তায় তিনি বলেন, আমরা একজন সংগ্রামী রাজনৈতিক অভিভাবক ও যোদ্ধাকে হারালাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সবাইকে সমবেদনা জানান।
You cannot copy content of this page