শর্টগান পরিষ্কার করতে গিয়ে নড়াইলের কালিয়া থানার পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (২৮) নিজের গুলিতে আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে থানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, কনস্টেবল আলমগীর হোসেন সোমবার সকালে নিজের ব্যবহৃত সরকারি শর্টগানটি পরিষ্কার করতে গিয়ে তার বাম হাতের আঙ্গুলে গুলিতে আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে। #
You cannot copy content of this page