এম. আবদুল্লাহ সরকার-রায়গঞ্জ প্রতিনিধি
দশ টাকার আব্দার মিটাতে পারেনি বাবা। তাই দিনমান অভিমান ছেলে আব্দুল হাকিমের (৯)।
অবশেষে আত্বহত্যার পথ বেছে নিয়ে সবাইকে কাদিয়ে দুনিয়াকে চির বিদায় জানালো সে।
সিরাজগঞ্জের রায়গঞ্জের খামারগাতী দক্ষিনপাড়া গ্রামের শুক্রবারের ঘটনা এটা।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটার পর রায়গঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুশিশ জানায় ছেলেটির মৃগী ব্যারাম ছিল, সইতে না পেরে সে গলায় দড়ি দিয়ে নিজ ঘরে আত্বহত্যা করে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
গ্রামবাসীরা জানান, বাবার কাছে দশ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্বহত্যা করে সে। তার মৃত্যুতে তার পিতা মাতা বারবার মূর্চ্ছা যাচ্ছে।
নিহত আব্দুল হাকিম স্থানীয় একটি শিক্ষালয়ে পড়াশোনা করত।
You cannot copy content of this page