1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভূল্লী দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিনপরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৮৫তম জন্মদিন পালন নৌকা মানে উন্নয়ন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- দারা আচরণ বিধি লঙ্ঘনে শোকজ নোটিশ পেলেন ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী কামাল নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় রাজশাহী মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা পেলেন আ.লীগের মনোনয়ন জেলা রির্টানিং অফিসে অভিযোগ দিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৪১ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন মন্ডল সহ ১০ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় চাঁদাবাজী মামলা দয়ের করা হয়েছে। মামলা নং-৪১ তারিখ: ১৯/০৬/২০২০ইং। সয়দাবাদ ইউনিয়নে মূলিবাড়ী গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ স্বাধীন হোসেন ১০জনের নাম উল্লেখ করে ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে এমামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২০ইং তারিখে দুপুর ১২টায় সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ স্বাধীন হোসেন তার নিজ বাড়িতে বাউন্ডারী ওয়াল নির্মাণ করার সময় আসামী মৃত ছাত্তার মন্ডলের ছেলে মোয়াজ্জেম হোসেন মন্ডল (৪০), মোয়াজ্জেম হোসেন মন্ডলের ছেলে আপন (২৩), খোদাবক্স এর ছেলে মোঃ আমির (৩২), মৃত মোফাজ্জল হোসেন ছেলে মজনু সেখ (৪৫), মোঃ মজনু ছেলে মোঃ ফরহাদ (২২), মৃত আজিমের ছেলে মোঃ খোকন (৩০), মোঃ মকবুলের ছেলে মোঃ সুজন (৩৫), মোনা জোয়দার ছেলে হাশেম (২৭), মৃত মায়াজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম (৩২), মোঃ হাশেমের ছেলে মোঃ সুমন (২৫)সহ ৪/৫জন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীগণ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারপিট করে। গুরুতর অবস্থায় স্বাধীনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
মামলার বাদী মোঃ স্বাধীন হোসেন জানান, আমি আমার বাড়ীর বাউন্ডারি ওয়াল নির্মান কাজ করার সময় আসামীগণ আমার কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে মারধর করে। মোয়াজ্জেম হোসেন মন্ডল গংদের বিরুদ্ধে এর আগে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি চাঁদাবাজী মামলা হয়েছে। এরা কি করে মামলা হওয়ার পরেও প্রকাশ্যে ঘুরে বেড়ায়। সয়দাবাদ ইউনিয়নের মানুষ মোয়াজ্জেম হোসেন মন্ডলগংদের চাঁদাবাজীর কারণে অতিষ্ট হয়ে পরেছে।
মোয়াজ্জেম হোসেন মন্ডল বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কায়দায় চাঁদাবাজী করে । আর চাঁদাবাজী করার কারণে জনগণের হাতে গণধোলায় পর্যন্ত খেয়েছেন। আমার জানামতে তার আওয়ামলীগ বা আওয়ামীলীগের অঙ্গসংগঠনে বর্তমানে তার কোন পোষ্ট বা পদবী নাই। ভূয়া পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজী করে থাকে।
তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি। প্রশাসনের কাছে আমার দাবী এই চাঁদাবাজ মোয়াজ্জেম হোসেন মন্ডলগংদের আইনের আওয়াতায় এনে কঠিন শাস্তির দাবী করছি।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, মামলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল সহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: