1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

পীরগঞ্জে লাম্পি স্কিন ডিজিজে চার হাজার গরু আক্রান্ত

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪০৯ জন পড়েছেন

মোঃনাদিম শেখ লিয়ন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজে চার হাজার গরু আক্রান্তে বিপাকে পড়েছে খামারিরা। পীরগঞ্জ উপজেলা এবং এর আসেপাশের উপজেলা গুলোতে এই রোগের ব্যাপকতা ছড়িয়ে পরেছে। খোঁজ নিয়ে জানা যায় পাশ্ববর্তী রানীশংকৈল, বিরল, সেতাবগঞ্জ উপজেলায় এই রোগে বিপুল পরিমান গরু আক্রান্ত হয়েছ্ ে। গোটা উপজেলায় এই রোগে আক্রান্ত গরুর সংখ্যা চার হাজার ছড়িয়ে গেছে,খামারিরা এবং ব্যাক্তি পর্যায় পশুপালনকারীরা আতংকিত হয়ে পরেছেন। গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত কয়েকজন পশুপালনকারীর সঙ্গে কথা হলে তারা বলেন, দশ দিন আগে তারা দেখতে পান গরুর সামনের পা গুলো বেশ ফুলা স্্্্্্ইে সাথে গায়ে জ্বর এবং শরীরে বড় বড় গুটি উটছে। খেতে না পারায় গরু শুকিয়ে যাচ্ছে। গুটি গুলো গলে গিয়ে ৭ দিন পর সেখানে ঘা হচ্ছে এবং অনবরত তরল পদার্থ নিসৃত হচ্ছে। বাঁশগাড়া গ্রামের অতুল রায় বলেন, অনেক দিন ধরে গরু পালন করছি কখনোই এই রোগ দেখি নাই।ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে এই রোগের তেমন চিকিৎসা নাই বলে জানান। খামারি এস এম আনোয়ারের সাতে কথা হলে তিনি জানান, ভাইরাস জনিত এই রোগে তার খামারের চারটি গরু আক্রান্ত। খুব দ্রুত একটি গরু থেকে অন্য গরু সংক্রমিত হচ্ছে, চিকিৎসা না থাকলেও গরু গুলোর অসহায়ত্বের দিকে তাকিয়ে চিকিৎসা করানো হচ্ছে। গবাদীপশুর লাম্পি স্কিন ডিজিস প্রসঙ্গে কথা হলে পীরগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কমকর্তা ডাঃ অমলকুমার রায় পীরগঞ্জে আক্রান্ত গরুর সংখ্যা নিশ্চিত করে বলেন, চার হাজারের মত গরু আক্রান্ত হয়েছে। নতুন এই রোগটির চিকিৎসা আবিষ্কার না হওয়ায় আমরা ইতিমধ্যে গরু পালনকারী এবং খামারিদের এই রোগ সর্ম্পকে সচেতন করছি এছাড়া ভ্রামমান পরামর্শ দান কেন্দ্র পরিচালনা করছি। এই রোগটি একটি ভাইরাস জনিত রোগ যা শুধু মাত্র গরু ্্ও মহিষকে আক্রন্ত করে এবং আমাদের দেশে এই রোগটি একে বারে নতুন । ইদানিং দেশের বিভিন্ন অঞ্চলে এই রোগে গরু আক্রান্ত হচ্ছে। ভয়ের কোন কারন নাই এই রোগে মানুষ আক্রান্ত হয়না অপর দিকে গবাদী পশুর মৃতুরহার এবারেই কম।মানুষের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন ঘাবরানোর কোন কারন নাই, গরুর ঘর পরিষ্কার পরিছন্ন রাখা এবং মশা মাছি নিন্ত্রনে রাখতে পারলে এই রোগ নির্মুল করা সম্ভব ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: