মুখে মাস্ক ব্যবহার না করায় গাজীপুরের কাপাসিয়ায় ১০ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু লোকজন তা না মেনে মাস্ক ছাড়াই বাইরে ঘুরাফেরা করছেন। এরই প্রেক্ষিতে উপজেলার রাওনাট বাজার, রাণীঞ্জ বাজার ও ফকির মজনু শাহ সেতুতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, মুখে মাস্ক ব্যাবহার না করা ও সামাজিক দূরত্ব না মানার অপরাধে ১০ জনকে ৩৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সংক্রামক ব্যাধি বিষয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী তাদের এ জরিমানা করা হয়।
প্রতিবেদক-০১৭৯৯৩৮৯০৫০
You cannot copy content of this page