ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করার সম্পন্ন করেছেন। চলমান বর্ষামৌসুমে মানুষের যাতাযাতের কষ্ট লাঘব করতেই তিনি এই উদ্যোগ নেন বলে জানিয়েছেন।
২৩ জুন (মঙ্গলবার) সকালে শুরু হয় এ রাস্তার কাজ, চলে দুদিন ব্যাপী। চন্ডিপুর খোন্দকার পাড়ার অনেকটা পথ কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। চন্ডিপুর খোন্দকার পাড়া, জোয়ার্দ্দার পাড়া ও পার্বতীপুর গ্রামের লোকজন এ সড়কে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই কাঁদা জলে নাকানিচুবানি খেতে হয় এলাকাসীর।
ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, 'এখানকার রাস্তার খবর আমি কিছুদিন আগেই শুনেছি। সরকারিভাবে রাম্তার কাজ করতে সময়সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে মানুষের ভোগাত্তি পোহাতে হচ্ছে যাত্রাকালে। তাই নিজস্ব অর্থায়নে যতটুকু পেরেছি সাধ্যমত চেষ্টা করেছি।'
You cannot copy content of this page