ফ্রান্স কমিউনিটির পরিচিত মুখ,সাবেক ছাত্রনেতা মোঃইসলাম উদ্দিনের বিবাহে "কে.এইচ.বাংলা টিভি" পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার ফ্রান্সের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে কেএইচ বাংলা টিভি'র পরিচালক ও ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপের সেক্রেটারি উবায়দুল্লাহ কয়েস,সহকারী পরিচালক সজিব আহমদ,আমন্ত্রিত অতিথি সালা উদ্দিন,রাসেল আহমদ,বুরহান উদ্দিন ও মনসুর আহমদ টিভি পরিবারের পক্ষে বর মোঃইসলাম উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা প্রতিকূল পরিবেশের মধ্যেও প্যারিসে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য ইসলাম উদ্দিনকে ধন্যবাদ জানান এবং একই সাথে নব দম্পতির স্বাচ্ছন্দময় ও সুখী ভবিষ্যৎ কামনা করেন।
You cannot copy content of this page