এম আবদুল্লাহ সরকার -রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান কে হত্যা প্রচেষ্টার কোন রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
ইতিমধ্যে আব্দুল হান্নান খান এর বড় মেয়ে সেতু বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলার রায়ের করলেও সেখানে কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত পরিচয়দারী সশস্ত্র সন্ত্রাসী উল্লেখ করে যে মামলা দায়ের করা হয়েছে তার নম্বর ১৩/৩০.০৬.২০ইং।
৩০৭,৩২২,৩২৩,৩২৪,৩২৬ ও ৩৪৮ ধারা উল্লেখ করে এই মামলা দেয়া হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকেনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান কে সশস্ত্র সন্ত্রাসী দ্বারা হত্যা চেষ্টার প্রতিবাদ অব্যাহত রয়েছে।
দলীয় ও সামাজিক বিভিন্ন সংগঠন প্রকৃত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন অব্যাহত রেখেছে।
রয়গঞ্জ থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, র্যাব, ডিবি এবং পুলিশ একই সঙ্গে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কাজ করছে।
এখনো কোন রহস্য উদঘাটন করা সম্ভব না হলেও সন্ত্রাসীকে খুজে বের করলেই প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।
ওসি শহিদুল ইসলাম আরো বলেন,আশা করি অল্প সময়ের মধ্যই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হবো।
তদন্তের স্বার্থে অনেক কথা বলা যাবে না বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত রবিবার ভোরে তিনি বাড়ির গেট থেকে বাইরে হাটতে বের হওয়ার সাথে সাথেই মুখোশধারী এক সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলায় মারাত্বক আহত হয়ে ঘটনাস্তলেই ঢলে পড়েন।
মুখোশধারী সন্ত্রাসীর রাম দায়ের কোপে গুরুতর আহত অবস্থায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খান মুমূর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
০১৭১৬৪৫৯৭১৭
০৩.০৬.২০ ইং
Leave a Reply