গোপালপুর টাঙ্গাইলপ্রতিনিধিঃটাঙ্গাইলের গোপালপুরে পুকুরে ডুবে এক নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। ৫ জুলাই
সোমবার দুপুরে উপজেলা পোড়াবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবরার হক সোহান (৮) ওই গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে এবং সে গোপালপুর দারুল উলুম নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহতের পিতা জানান, তাদের শিশু ছেলে ও মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে নামে। তারা কেউই সাতার জানতো না। এক পর্যায়ে সোহান পুকুরে ডুবে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোক এসে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
শিশুটি মারা যাওয়ার খবর শুনে মাদ্রাসা শিক্ষক ও সহপাঠী দেখতে আসে, তার বাবাকে সমবেদনা জানান, শিশুটি মারা যাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
You cannot copy content of this page