1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

ছিনতাই, অটোরিকশা চুরি রোধে শাহ মখদুম থানার ৯ পরামর্শ

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৭৬ জন পড়েছেন

বৈশাখী সরকার,রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় ছিনতাই, অটোরিকশা চুরি রোধে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সর্ব সাধারণের জন্য পরামর্শ দিয়েছেন এবং লিফলেট আকারে তা বিতরণ করছেন।

৭ জুলাই থেকে তিনি লিফলেট আকারে এ পরামর্শ বিতরণ করছেন। লিফলেটে যা লেখা আছে তা হুবহু এখানে তুলে ধরা হলো :
১) যাত্রী বা অন্য কারো দেওয়া কোন কিছু খাবেন না।
২) অটো রিকশায় উঠানো যাত্রীদের তাদের কাছে থাকা মোবাইল, হ্যান্ডব্যাগ ইত্যাদি মালামাল সাবধানে রাখতে বলবেন।
৩) অটো রিকশা দাঁড় করিয়ে রেখে কোনো দোকানে কেনাকাটা করবেন না।
৪) কোনো যাত্রী কিছু কিনে আনার জন্য বললে বা কাউকে ডেকে আনার জন্য বললে অটো রিকশা রেখে কোনো কিছু কিনতে যাবেন না বা কাউকে ডাকতে যাবেন না।
৫) সন্দেহজনক লোকজন নিয়ে রাতের বেলায় গলি পথে অটো রিকশা নিয়ে যাবেন না।
৬) জরুরী প্রয়োজনে কোনো জায়গায় যেতে হলে অটো রিকশায় তালা মেরে যাবেন।
৭) কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পুলিশকে জানান।
৮) যাত্রীর আচরণ সন্দেহজনক হলে অটো রিকশায় উঠাবেন না, সাবধানতা অবলম্বন করুন, প্রয়োজনে পুলিশকে খবর দিন।
৯) কোনো দুর্ঘটনা ঘটা মাত্র নিকটস্থ লোকালয়ে অথবা কোনো দোকানের সামনে গিয়ে লোকজনের সহায়তা নিন এবং পুলিশকে ফোন দিন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, একটু সচেতনতার অভাবে ইদানীং নগরীতে ছিনতাই ও অটোরিকশা চুরির মত ঘটনা ঘটছে, তাই আমার থানা এলাকার নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিচ্ছি। পরামর্শ গুলো মেনে চললে ছিনতাই ও অটোরিকশা চুরি কিছুটা হলেও রোধ হবে বলে আমার বিশ্বাস, আর এ ধরনের দূর্ঘটনা রোধে আমার ক্ষুদ্র প্রচেষ্টাটি সফল করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: