ইউরোপ আওয়ামী লীগের রাজনীতিতে জন নেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো পথে চলে কোনঠাসা হয়ে পড়া অবাঞ্চিত ও ঘৃনিত একটি মহল মিথ্যার আশ্রয় নিয়ে ও কুৎসা রটিয়ে আওয়ামী রাজনীতিতে দির্ঘদিনের পরিক্ষিত নেতৃবৃনদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ইদানিং আমরা লক্ষ্য করেছি ফিনল্যানড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলামের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এই একই চক্র ইতিপুর্বে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী অনিল দাশ, সাবেক সাধারন সম্পাদক এম এ গনি ও বিশিস্ট কলামিসট আব্দুল গাফ্ফার চৌধুরির বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিল।
অবাঞ্চিত ও ঘৃনিত এই মহলকে ইউরোপের মাটিতে যেখান পাওয়া যাবে সেখানে এর উপযুক্ত জবাব দেওয়ার দিপ্ত প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাশাপাশি আইনের আওতায় আনারও প্রক্রিয়া চলছে বলে জানান।
এই ন্যাক্কারজনক ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন দেশের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ঘটনায় যারা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তারা হল ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জার্মান আ’লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, নেদারল্যান্ড আ’লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন ও সাধারণ সম্পাদক মুরাদ খান, ফ্রান্স আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাংগীর কবির ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান, বেলজিয়াম আ’লীগের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, পর্তুগাল আ’লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইজারল্যান্ড আ’লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, স্পেন আ’লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মোঃ রিজভি আলম, ডেনমার্ক আ’লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদ, গ্রিস আ’লীগের সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, অস্ট্রিয়া আ’লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারন সম্পাদক সাইফুল কবির, নরওয়ে আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক মফিজুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহব্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব ইকবাল আহমেদ, মাল্টা আ’লীগের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার প্রমুখ।
You cannot copy content of this page